Wednesday, September 17th, 2025
ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে এই ১০টি নিয়ম মানুন

ল্যাপটপ এখন কাজ, পড়াশোনা ও বিনোদনের অপরিহার্য যন্ত্র। তবে অনেক সময় ব্যবহারকারীরা এমন কিছু ভুল করেন, যার ফলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। ১. অতিরিক্ত চার্জ এড়ান ল্যাপটপ সব সময় চার্জে লাগিয়ে রাখা ক্ষতিকর। চার্জ ২০% এর নিচে নামতে না দেওয়া এবং ৮০-৯০% হলেই চার্জার খুলে ফেলা উচিত। ২. আসল চার্জার ব্যবহার করুন কোম্পানির দেওয়া চার্জার ব্যবহার করলে সঠিক ভোল্টেজ মেলে, ফলে ব্যাটারির ক্ষতি হয় না। ৩. তাপ থেকে দূরে রাখুন বিছানা বা নরম জায়গায় ল্যাপটপ ব্যবহারবিস্তারিত…