৮৩ বছর পর্যন্ত ক্ষমতা পোক্ত করলেন পুতিন

আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন এক আইনে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে তার।

দেশটির সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন আইন অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর আরও দুইবার ক্ষমতার জন্য লড়তে পারবেন পুতিন। এর মধ্য দিয়ে ৬৮ বছর বয়সী এই নেতার ৮৩ বছর পর্যন্ত ক্ষমতার মসনদে থাকার পথ সুগম হলো। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে টানা দ্বিতীয়বার এবং এ নিয়ে মোট চারবার এই পদে ছিলেন পুতিন।

গত বছর গণভোটের মাধ্যমে সংবিধানে সংশোধনী আনা হয়। সমালোচকরা ওই সংশোধনীকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন।

পুতিনের স্বাক্ষর করা নতুন আইনে ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু তাঁর বর্তমান ও আগের মেয়াদ ধর্তব্য হবে না। এ ছাড়া বিদেশি নাগরিকত্ব থাকা কেউ প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না বলে শর্ত যুক্ত করা হয়েছে নতুন আইনে।

গত মাসে রুশ পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষে আইনটি পাসও হয়েছে।

জানা গেছে, এখন থেকে প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর রাশিয়াতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে শুধুমাত্র রুশ নাগরিক হতে হবে, যাদের দ্বি-নাগরিকত্ব আছে অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন, তারা অযোগ্য হবেন।






Related News

  • গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • শতবছর পর নামাজের জন্য খুলে দেওয়া হলো ঐতিহাসিক মসজিদ
  • ঈদ উপলক্ষে ২ হাজার বন্দীকে মুক্তি দিলেন মরক্কোর রাজা
  • ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪
  • পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হলো মেক্সিকো
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
  • আরব বিশ্ব ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত: বাইডেন
  • %d bloggers like this: