ফেব্রুয়ারির নির্বাচনে জাতির নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর সেই নির্বাচন মহোৎসবের হবে বলে জানান তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন হবে মহোৎসবের। ওই নির্বাচনের মধ্যে দিয়ে জাতির সত্যিকারের নবজন্ম হবে। এতো ত্যাগ তখনই সার্থক হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি।’

নতুন বাংলাদেশ বিনির্মাণে সমঝোতায় আসতেই হবে এমন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

‘এই একমাত্র সুযোগ এবং আমাদের এটা গ্রহণ করতেই হবে। এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো উপায় নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এর মধ্যে কোনো দ্বিমত আমরা রাখব না।’

সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার যাতে না আসতে পারে সেজন্যই সংস্কার প্রয়োজন। ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ আমরা সংস্কারের এই সংস্কারের মাধ্যমে বন্ধ করে দিতে চাই।

বিকাল তিনটার পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা সভা শুরু হয়। পরে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে উপস্থিত হন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূসের সভাকক্ষ ত্যাগ করার পর কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতাদের আলোচনা হবে। আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন
  • ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন বাংলাদেশি
  • নেপালে দেখামাত্র গুলির নির্দেশ, নিহত বেড়ে ১৮
  • তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
  • হার্ভার্ডের অনুদান বন্ধ করা ট্রাম্পের অবৈধ হস্তক্ষেপ: আদালত
  • ভারতকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে রাশিয়া
  • স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০
  • Copy link
    URL has been copied successfully!