বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে একযুগ আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে আজ। ‘বি’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে ১৪৪ রান লক্ষ্য পায় টাইগাররা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের অর্ধশতকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ মিশন শুরু করে তাসকিনরা।

১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুটা করলেন পারভেজ হোসেন ইমন। তবে নিজের ইনিংসটা খুব বড় করতে পারলন না বাঁহাতি ওপেনার। এক ছয় হাঁকিয়ে ১৯ রানে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। এতে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ফিরতি উইকেটে লিটন দাসের সঙ্গে ২৩ রানের জুটি গড়ে বিদায় নেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার ফেরেন ১৮ বলে ১৪ রানে।

দলীয় ৪৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পরে পথ দেখায় লিটন-তাওহিদ হৃদয়। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। তাতে জয়ের ভিত পেয়ে যায় টাইগাররা। শেষ দিকে লিটন ৫৯ রানে আউট হলেও, সামনে থেকে ৩৫ রানের অপারিজিত ইনিংস খেলে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেন হৃদয়।

এর আগে বোলিংয়ে দারুণ করেছেন তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা। মিতব্যায়ী বোলিংয়ে ১৪৩ রানে হংকংকে থামিয়েছেন তারা। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ-তানজিম সাকিব-রিশাদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • গ্রেস জেওরো হলেন সবচেয়ে দামি নারী ফুটবলার
  • লিটনের ফিফটিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
  • ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ
  • এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে যা বললেন লিটন
  • এশিয়া কাপ খেলতে ভারত গেল বাংলাদেশ
  • ধোনির বিরুদ্ধে বড় অভিযোগ সাবেক ক্রিকেটারের
  • হারে চ্যাম্পিয়ন্স লিগ শুরু আফিদাদের
  • Copy link
    URL has been copied successfully!