করোনায় মৃত্যুর নতুন রেকর্ড গড়লো ব্রাজিল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ক্রমেই ভয়াবহ রূপ ধারন করছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই দেশটিতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় এবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে দেশটি।

শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১০ হাজার ২২২ জন।

সমগ্র লাতিন আমেরিকা অঞ্চলের মধ্যে ব্রাজিলের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আর ব্রাজিলের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতি দেশটির অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল সাও পাওলোতে। সেখানে মোট ৪১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৬ জনের।

দেশটির অতিগুরুত্বপূর্ণ এ অঞ্চলটিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় চলতি মে মাসের শেষ পর্যন্ত লকডাউন বর্ধিত করেছে সাও পাওলোর স্থানীয় প্রশাসন।

তবে এ পদক্ষেপের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেছেন, এ পদক্ষেপের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারে সর্বশেষ তথ্যানুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৯৯২ জন। এছাড়া সুস্থ হয়েছে উঠেছেন ৫৯ হাজার ২৯৭ জন।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • শতবছর পর নামাজের জন্য খুলে দেওয়া হলো ঐতিহাসিক মসজিদ
  • ঈদ উপলক্ষে ২ হাজার বন্দীকে মুক্তি দিলেন মরক্কোর রাজা
  • ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪
  • পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হলো মেক্সিকো
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
  • আরব বিশ্ব ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত: বাইডেন
  • %d bloggers like this: