গার্মেন্টস সেক্টরে নাশকতার উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসতিয়াককে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়।
উল্লেখ্য, ইশতিয়াক আহমেদ হৃদয় বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। তার বাড়ি নেত্রকোণা জেলার আঠারবাড়ী ইউনিয়নে।
সম্পর্কিত সংবাদ
আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুরবিস্তারিত…
একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার
অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে শেখবিস্তারিত…
