ভাড়া নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগাম টিকিট বিক্রি বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি প্রজ্ঞাপন মোতাবেক বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে বাস-লঞ্চ-ট্রেন।
কিন্তু ভাড়া নির্ধারিত না হওয়ায় আগাম টিকেট দেয়া বন্ধ রেখেছে দূরপাল্লার সব গণপরিবহন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ গাবতলি ও মহাখালী টার্মিনাল ঘুরে দেখা গেছে, কোথাও আগাম টিকেট দেয়া হচ্ছে না।
কাউন্টারে থাকা দায়িত্বশীলরা বলছেন, সরকার এবং মালিকপক্ষ এখনো ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি। তাই আগাম টিকেট দেয়া বন্ধ রয়েছে।
এদিকে যাত্রীদের অভিযোগ, এক আসন ফাঁকা রাখার কথা বলে ভাড়া বৃদ্ধি করা হলেও বেশিরভাগ পরিবহন তা মানে না। তেলের দাম বৃদ্ধির পর বাড়তি ভাড়ার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি মানুষ। এই অবস্থায় এখন নতুন করে এমন নির্দেশনা আসলে সেটি অসহনীয় পর্যায়ে চলে যাবে বলে দাবি যাত্রীদের।
অন্যদিকে আসন ফাঁকা নয়, মাস্ক পড়া বাধ্যতামূলক করতে সরকারের কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছেন যাত্রীরা।
করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (১০ জানুয়ারি) ১১ দফা বিধিনিসেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
Related News

পদ্মা সেতুর টোল নির্ধারণ, সর্বনিম্ন একশো টাকা
সাম্প্রতিক সময়ে পদ্মা বহুমুখী সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে শ্রেণি ও টোল হার নির্ধারণ করেবিস্তারিত পড়ুন ..

শনিবার ব্যাংক খোলা থাকবে
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার (২১ মে) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছেবিস্তারিত পড়ুন ..