মেসি-নেইমারদের দায়িত্বে জিদান?

রিয়াল মাদ্রিদ ছেড়ে এসেছেন আগেই। আপাতত কোন দলের সাথেও নেই জিনেদিন জিদান। পুরোনো একটা গুঞ্জন আবারো চড়াও হলো ইউরোপীয়ান ফুটবলের বাতাসে। তাহলে কি পিএসজিতেই নিজের পরবর্তী ঠিকানা বানাবেন এই ফরাসি কিংবদন্তি?

ফ্রান্সের আরএমসি স্পোর্টসের প্রতিবেদক দানিয়েল রিওলো বলছেন এমন কিছুই। তিনি তার পডকাস্ট আফটার ফুটে বলেছেন, আগামী জুন মানে গ্রীষ্মকালীন দলবদল থেকে পিএসজির কোচ হবেন জিদান। তখন মেসি ও নেইমারদের কোচিং করাবেন ’৯৮ বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।

নিশ্চিত না হলেও রিওলোর এই কথায় ভরসা করতে নপ[আরেন অনেক ফুটবলপ্রেমীই। মেসির পিএসজিতে আসার খবরটা যে প্রথম জানিয়েছিলো এই রিওলোই।

এদিকে জিদানের এই পিএসজিতে যোগ দেয়ার খবরে বিপদে পড়তে হতে পারে তারই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে। নবর্তমান দলবদলের বাজারে সবচেয়ে হট টপিক এবং রিয়ালের অতিকাঙ্ক্ষিত কিলিয়ান এমবাপ্পে কবে দলে আসছেন। এই মৌসুম শেষে পিএসজির সাথে চুক্তি শেষ হয়ে যাবে এমবাপ্পের। রিয়ালও চেয়েছিলো এই সুযোগে তাকে দলে ভেড়াতে।

তবে জিদান যদি পিএসজির কোচ হয়েই যায়, তাহলে এমবাপ্পের মাদ্রিদে আসার সম্ভাবনা কমে যাবে অনেকখানি। জিদানের প্রভাবে ফরাসি এই গতিতারকা থেকে যেতে পারেন পিএসজিতেই।

আর এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ এর মতে, পিএসজি পরিচালক লিওনার্দোর সঙ্গে পচেত্তিনোর সম্পর্কটা ভালো নেই আগের মতো। গত বছর পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার চেষ্টা করার পর থেকেই আর্জেন্টাইন এই কোচের ওপর ক্ষোভ জন্মে আছে লিওনার্দোর।

এখন সামনের মৌসুমে জিদান যদি পিএসজির কোচ হয়েই আসে তাইলে এবার নিশ্চয় নতুন চাকরি খুঁজতে হবে পচেত্তিনোকে।






Related News

  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন
  • %d bloggers like this: