ইএসপিএনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

বিগত ২০২১ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্সকে দুইভাবে মূল্যায়ণ করা যায়। একদিকে, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পরপর তিন সিরিজে হারানো। আবার অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স। তবে এতকিছুর মাঝেও উইকেটশিকারের দিক দিয়ে বেশ উজ্জ্বল ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান।

২০২১ সালে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটশিকারি বোলার মুস্তাফিজ। তিনি মোট ৫৯টি উইকেট সংগ্রহ করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮টি এবং ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগে ৩১টি। আর সর্বাধিক উইকেটশিকারির তালিকায় তিনি দ্বিতীয় স্থানে। সর্বোচ্চ ৭৫ উইকেট নিয়ে প্রথম স্থানে আফগান বিস্ময় রশিদ খান।

তাইতো রবিবার (২ জানুয়ারি) ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ থেকে তিনি একাই এই দলে সুযোগ পেয়েছেন।

একাদশে সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার পাকিস্তানের। তারা হলেন- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ড থেকে দুইজন (মঈন আলি ও লিয়াম লিভিংস্টোন), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভারতের হার্শাল প্যাটেল ও আফগানিস্তানের রশিদ খান।

দলের অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে এবং উইকেটকিপারের দায়িত্বে মোহাম্মদ রিজওয়ান।

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মঈন আলি, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ফিলিপস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্শাল প্যাটেল, রশিদ খান, মুস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।






Related News

  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন
  • %d bloggers like this: