বাংলাদেশের সামনে উড়ে গেল কুয়েত

যুব এশিয়া কাপে দুরুন্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে গুড়িয়ে দেয়া বাংলার যুবারা শনিবার হারিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল কুয়েতকে। বাংলাদেশের সামনে বলতে গেলে পাত্তাই পায়নি প্রতিপক্ষ। বাংলাদেশ জিতেছে ২২৭ রানের বিশাল ব্যবধানে।

শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে মাহফুজুলের দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশ অল আউট হয় ২৯১ রানে, ৪৯.২ ওভার। বড় লক্ষ্যে খেলতে নেমে কুয়েতের ইনিংস শেষ হয় মাত্র ৬৪ রানে, ওভার ২৫.৩।

বড় টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই ছিল কুয়েতের। চারটি ওভার নির্বিঘ্নে পার করে দেন দুই ওপেনার মিট ভাবসার ও জুড সালদানহা। তবে পঞ্চম ওভারে সালদানহাকে আউট করেন মুশফিক। ২ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাত রানে তিন পড়ে তিন উইকেট। ৩৪ রানে নেই সাত উইকেট।

উইকেট যাওয়ার মিছিলেন দৃঢ় ছিলেন কুয়েত অধিনায়ক ভাবসার। টেস্ট মেজাজে তিনি খেলতে থাকেন শেষ পর্যন্ত। ৬৪ রানে অল আউট কুয়েত। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ভাবসার। তার ব্যাটেই আসে সর্বোচ্চ ৪৩ রান। বল খেলেছিলেন ৭৭টি। চার হাঁকিয়েছেন ৫টি। এছাড়া মির্জা আহমেদ করেন ১১ রান। বাকি সবার রান ছিল দুই অঙ্কের নিচে।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রিপন মন্ডল। মেহরব, রাকিবুল দুটি উইকেট নেন। মুশফিক ও নাঈমুর রহমান পান একটি করে উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ২ রানে আউট হন ইফতেখার হোসেন। তবে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হাল ধরেন মাহফুজুল ও আইচ মোল্লা। দলীয় ৮৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ২০ রান করে বিদায় নেন আইচ মোল্লা।

এরপর ধারাবাহিক বিরতিতে উইকেট পড়লেও রানের গতি ছিল বেশ। বিশেষ করে ওপেনার মাহফুজুল খেলেন দারুণ ইনিংস। একপর্যায়ে পেয়ে যান সেঞ্চুরিও। শেষ পর্যন্ত তিনি আউট হন ১১২ রানে। ১১৯ বলের ইনিংসে তিনি হাঁকান ১২টি চার ও চারটি ছক্কা।

মিডল অর্ডারে রানের গতি বাড়ান মেহরব ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলে। ছোট্ট ক্যামিও ইনিংসে তিনি হাঁকান ৫টি চার ও একটি ছক্কা। তাহজিবুল ইসলাম ২৫, আরিফুল ইসলাম ২৩ রান করেন। অধিনায়ক রাকিবুল হাসান নামেন শেষের দিকে। থমাসের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২১ বলে ২১ রান। মুশফিক হাসান থাকেন ১৩ রানে অপরাজিত। রিপন মন্ডল করেন ৮ রান। বল হাতে কুয়েতের হয়ে তিন উইকেট নেন আব্দুল সাদিক।

মোহাম্মদ উমর ও হেনরি থমাস নেন দুটি করে উইকেট। আব্দুল্লাহ ফারুক ও মোহাম্মদ বাসতাকি পান একটি করে উইকেট।






Related News

  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন
  • %d bloggers like this: