SL News জাতীয়

পদ্মা সেতুর দশম স্প্যান বসছে আজ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৩ ও ১৪ নম্বর খুঁটির ওপর আজ বুধবার বসছে ‘৩-মপ’ নম্বরের দশম স্প্যান। আবহাওয়া অনুকূলে থাকলে সকালে স্প্যান বসানো শুরু হয়ে দুপুরের মধ্যেই কাজ শেষ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দায়িত্বশীল প্রকৌশলীরা। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর মূল অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াবে দেড় কিলোমিটার। মঙ্গলবার সকালে দেখা গেছে, ক্রেনের সাহায্যে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১০ নম্বর স্প্যানটি ১৩ ও ১৪ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্পর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর বিভিন্ন সময় একে একে নবম স্প্যান বসানো হলে সেতুর মূল অবকাঠামো এক হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হয়।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতু ৪২টি খুঁটির ওপর নির্মিত হবে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। আর ৪২টি খুঁটির ওপর বসবে ৪১টি স্প্যান। এর মধ্যে ৪০টি খুঁটি থাকবে পানিতে আর ডাঙায় থাকবে দুটি। ডাঙায় থাকা দুটি খুঁটি সংযোগ সড়কের সঙ্গে মূল সেতুকে যুক্ত করবে।

About the author

quicknews

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ ক্যালেন্ডার

April 2019
S M T W T F S
« Mar    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930