কুমিল্লার ঘটনায় ৭ দিনের রিমান্ডে ইকবাল

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র আল কোরআন অবমাননার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এ মামলায় আরো চারজনকে আসামি করা হয়েছে। ট্রিপল নাইনে ফোন দেয়া ইকরাম, ঘটনাস্থল থেকে লাইভ দেয়া ফয়েজ, সিসিটিভির ফুটেজে শনাক্ত হওয়া মাজারের আরো দুই ব্যক্তি- সবাই এখন রিমান্ডে রয়েছে।

এদিকে কক্সবাজারে গ্রেফতার হওয়ার পর শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে কুমিল্লা পুলিশ লাইন্সে এসে পৌঁছায় তাকে বহনকারী মাইক্রোবাস। এর আগে তাকে নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার থেকে কুমিল্লার পথে রওনা হয় পুলিশ।






Related News

  • ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান
  • ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি
  • অধ্যাপক তাহের হত্যা: ফাঁসি কার্যকর হতে পারে আজ রাতেই
  • মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ৬ জনের মৃত্যুদণ্ড
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই: আইনমন্ত্রী
  • দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদের বিষয়ে হাইকোর্টে আবেদন করা হবে
  • হিজাব মামলায় ভারতের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিভক্ত রায়, মামলা উচ্চতর বেঞ্চে
  • মডেল তিন্নি হত্যা মামলার রায় আজ
  • %d bloggers like this: