কুমিল্লায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন (২২) নামে এক যুবকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নবীপুর এলাকার একটি ফিল্ডের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত হেলাল উদ্দিন ওই উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা হচ্ছে- একই ইউনিয়নের নবীপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২) ও হারুন মিয়ার ছেলে সুজন ওরফে রহিম (২১)। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীপুর এলাকার নিউ থ্রি-স্টার ব্রিকস ফিল্ডের শ্রমিকরা সোমবার বিকেলে ভাটায় কাজ করতে গিয়ে পাশের ডোবায় পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় লাশটি সিএনজি চালক হেলাল উদ্দিনের বলে শনাক্ত করা হয়।

নিহতের চাচা সবুজ মিয়া সাংবাদিকদের জানান, গত ১২ অক্টোবর বিকেলে তার ভাতিজা হেলাল উদ্দিন নবীপুর দক্ষিণপাড়া গ্রামের তার বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার (১৮ অক্টোবর) বিকেলে তার (হেলাল উদ্দিন) গলাকাটা অর্ধগলিত লাশ ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান সাংবাদিকদের জানান, লাশের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের বড় ভাই জালাল উদ্দিন বাদি হয়ে ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এদের মধ্যে আসামি জুয়েল মিয়া ও সুজন ওরফে রহিমকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার (২০ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।






Related News

  • কুমিল্লায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ
  • রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
  • মাগুরায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩
  • বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন
  • বজ্রপাতে মাগুরায় দুজন নিহত
  • বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
  • পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • %d bloggers like this: