রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু

রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ১৮ জন মারা গেছেন। দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি। শনিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটি জানিয়েছে, মৃত ওই ব্যক্তিরা প্রাণহানির আগে মিথেনলযুক্ত মদ পান করেছিলেন। বিষাক্ত এই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে। রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিষাক্ত এই মদ পানের কারণেই ওই ১৮ জন মারা গেছেন। রাশিয়ার এই কমিটি সাধারণত বড় বড় অপরাধের তদন্ত করে থাকে।

এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়েছিলো। তদন্ত করে দেখা যায়, গত ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ইয়েকাতেরিনবার্গের এসব মানুষ ওই মদ কিনে এনেছিলেন। এছাড়া বিষাক্ত মদ বিক্রেতাদের দু’জনকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।






Related News

  • শতবছর পর নামাজের জন্য খুলে দেওয়া হলো ঐতিহাসিক মসজিদ
  • ঈদ উপলক্ষে ২ হাজার বন্দীকে মুক্তি দিলেন মরক্কোর রাজা
  • ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪
  • পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হলো মেক্সিকো
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
  • আরব বিশ্ব ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত: বাইডেন
  • ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত
  • %d bloggers like this: