জঙ্গিবাদ দমনে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশের অনেক ঐতিহ্যে রয়েছে। পুলিশ বাহিনীর সঙ্গে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে। জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস দমনে সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।

শনিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে মাদক থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করতে হবে। মাদকের এই ভয়ংকর নেশা থেকে আমাদের নতুন প্রজন্মকে যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা পথ হারিয়ে ফেলবো। মাদক যে একটা ভয়ঙ্কর নেশা, সেটা তাদের বুঝাতে হবে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার রাজনগর-৩ আসনের এমপি নেছার আহমদ, মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ প্রমুখ।






Related News

  • ভোটে বাধা দিলেই প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের
  • স্মার্ট সোনার বাংলা গড়ার সুযোগ চাই: শেখ হাসিনা
  • সন্ত্রাস-হত্যাকাণ্ড দিয়ে মানুষের মন জয় করা যায় না: প্রধানমন্ত্রী
  • জ্বালাও-পোড়াওকারীদের ‘না’ বলুন : প্রধানমন্ত্রী
  • নাশকতাকারীদের কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী
  • কুমিল্লার মেয়র রিফাত আর নেই
  • জি এম কাদের জাতীয় পার্টি দখল করেছেন: রওশন এরশাদ
  • হামলা করলে মামলা হবেই: ওবায়দুল কাদের
  • %d bloggers like this: