৫৭ পেরিয়ে ৫৮ বছরে পা রাখলেন জেমস

ফারুক মাহফুজ আনাম জেমস। তবে নগরবাউল জেমস নামেই তার অধিক পরিচিত। ২রা অক্টোবর তার জন্মদিন। সঙ্গীতের এই নন্দিত তারকা ৫৭ পেরিয়ে ৫৮ বছরে পা রাখলেন।

তিনি ১৯৬৪ সালে নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। তবে তার বেড়ে ওঠা এবং সংগীতে জড়িয়ে পড়ার পুরোটাই চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবার সঙ্গীত পছন্দ করত না। তাই তিনি গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন কিশোর বয়সে। উঠেন চট্টগ্রামের আজিজ বোর্ডিং-এ। সেখানে থেকেই তার সংগীতের মূল ক্যারিয়ার শুরু হয়।

জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস।

বাংলাদেশি সিনেমায় জেমসের গান জনপ্রিয়তার পাশাপশি বলিউডের বেশ কয়েকটি সিনেমায় গান করার পর উপমহাদেশে আরও জনপ্রিয় হয়ে উঠেন তিনি। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি পেয়েছেন এই তারকা।

জেমসের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুস্টু ছেলের দল’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’ ইত্যাদি।






Related News

  • ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা
  • একদিনের ব্যবধানে দুই অভিনেত্রী বোনের মৃত্যু!
  • বিচ্ছেদের পরেও একসঙ্গে শুটিং করেছিলেন সালমান-ক্যাটরিনা
  • সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
  • দাদাসাহেব ফালকে’র পেলেন যারা
  • দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ
  • অভিনেত্রী কবিতা চৌধুরী মারা গেছেন
  • ঢাকা মাতাবেন বাদশাহ
  • %d bloggers like this: