ডেন্টালে ভর্তির ফল প্রকাশ

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এই ফলাফল প্রকাশ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিবসহ অধিদফতরের কর্মকর্তারা।

এবারের ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মো. নাজমুস সাকিব রাহাদ। তার বাড়ি পঞ্চগড়ে। তিনি ঢাকা ডেন্টাল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সারাদেশের ৮টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করলেও ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।






Related News

  • ছয় মাসের মধ্যে অবসরভাতা দিতে নির্দেশ হাইকোর্টের
  • এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার, বহিষ্কার ২৫
  • গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • শিক্ষক নিয়োগে ই-রেজিস্ট্রেশন শুরু, শিগগির পঞ্চম গণবিজ্ঞপ্তি
  • কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষার ফল প্রকাশ
  • এইচএসসির ফল প্রকাশ আজ
  • তিন বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডারের ফল একসঙ্গে দিতে চায় পিএসসি
  • সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিলের সিদ্ধান্ত কার্যকর
  • %d bloggers like this: