বিশ্বজুড়ে করোনায় মৃত্যু প্রায় ৪৫ লাখ

সারা বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের বিভিন্ন নতুন নতুন ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৭২ হাজার ৮৭০ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ১৯১ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫০৭ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ৩৬৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৩৩ হাজার ৪৭৯ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৫৬৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৫৬১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৩৬৫ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য অনুযায়ী, দেশে করোনায় গেল ২৪ ঘণ্টায়ও ১০২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৬৯৮ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৪.২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২৪ জন, রংপুরে ৪ জন, বরিশালে ৬ জন, সিলেটে ১৩ জন, রাজশাহীতে ৫ জন এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি






Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: