বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি নূরুল হুদা

বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক মুহম্মদ নূরুল হুদা। সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। গত ২৫ মে হাবীবুল্লাহ সিরাজী মারা যান। এরপর বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।

জাতিসত্তার কবি হিসাবে পরিচিত মুহম্মদ নূরুল হুদার কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, নন্দনতত্ত্ব ও অনুবাদ সাহিত্যেও বিচরণ রয়েছে। তার কবিতা ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।

তিনি এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

৭১ বছর বয়সী নূরুল হুদা বাংলা একাডেমির একজন ফেলোও; পাশাপাশি আমেরিকান ফোকলোর সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফোক ন্যারেটিভ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ কপিরাইট অফিসসহ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য তিনি।

মুহম্মদ নূরুল হুদা বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন। ১৯৮৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারও পান। ১৯৯৭ সালে তুরস্কের রাষ্ট্রপতির বিশেষ সম্মাননাও লাভ করেন।

নূরুল হুদা বাংলাদেশের লেখকদের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রাইটার্স ক্লাবের’ অন্যতম প্রতিষ্ঠাতা।

প্রথিতযশা এ কবি ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পোকখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র থাকা অবস্থায় ‘অধোরেখ’ সংকলন সম্পাদনা করে সাহিত্যাঙ্গনে দৃষ্টি আকর্ষণ করেন।






Related News

  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র ৫২তম মৃত্যুবার্ষিকী আজ
  • করোনায় গীতিকার ফজল-এ-খোদার মৃত্যু
  • জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী আজ
  • লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ আর নেই
  • %d bloggers like this: