চট্টগ্রামে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তির নাম সুদর্শন মজুমদার (৪৫)।
পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জের দেওয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে স্ত্রীকেও আটক করেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার উদ্দিন জানান, রাতে খবর পেয়েই লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বামীকে ঘুমের মধ্যেই জবাই করে হত্যা করেছেন স্ত্রী।
Add Comment