রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ১৩

অনলাইন ডেস্ক :: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের মোড়ে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান।

নিহতরা হলেন- উপজেলার মহিষালবাড়ির সাগরপাড়ার ইয়াহিয়ার ছেলে ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইসরাইল হোসেন (৪৭) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে ভ্যানচালক রনি (২৫)।

ওসি খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সভেটর মেশিন নিয়ে আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো। পথে ফিরোজ চত্বর মোড়ের আগে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি বেপরোয়া গতিতে চলে যায়। এতে ট্রাকের নিয়ে চাপা পড়ে দুইজন নিহত ও অন্যরা আহত হয়েছে।

তিনি বলেন, কিছু দূর যাওয়ার পর ট্রাকটি একটি পেট্রোল পাম্পে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে। এছাড়াও ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।






Related News

  • ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
  • হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • সাতক্ষীরায় দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ
  • বেনাপোলে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ২
  • রাজধানীরবাড্ডায় ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন
  • রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
  • সাতক্ষীরায় বিপুল পরিমাণ আইস ও হেরোইন উদ্ধার
  • %d bloggers like this: