মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। দলের হয়ে অনেক সভা সমাবেশ করেছেন। কিন্তু জেতাতে পারেননি।

বৃহস্পতিবার তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেয়ার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। ‘আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’ এমন ডায়লগ বিভিন্ন সভায় বলেছেন মিঠুন।

মিঠুনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে মানিকতলা থানায়। তাতে অভিনেতার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছে উত্তর কলকাতা যুব তৃণমূল। একই অভিযোগ আনা হয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও।

এফআইআরে বলা হয়েছে, মিঠুনের সংলাপেই উত্তেজনা ছড়়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে ওই এফআইআরে।

এদিকে নির্বাচনী প্রচারের ময়দানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ‘জায়গায় জায়গায় শীতলখুচি’ হবে বলে মন্তব্য করেছিলেন। তার বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।






Related News

  • ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা
  • একদিনের ব্যবধানে দুই অভিনেত্রী বোনের মৃত্যু!
  • বিচ্ছেদের পরেও একসঙ্গে শুটিং করেছিলেন সালমান-ক্যাটরিনা
  • সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
  • দাদাসাহেব ফালকে’র পেলেন যারা
  • দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ
  • অভিনেত্রী কবিতা চৌধুরী মারা গেছেন
  • ঢাকা মাতাবেন বাদশাহ
  • %d bloggers like this: