করোনায় খুলনা বিভাগে মৃতের সংখ্যা ৫৪২

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪২ জনে।

সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন খুলনার টুটপাড়া করের বাজার এলাকার বাসিন্দা রাশিদা বেগম (৭৪) ও যশোর সদরের ঘোপ সেন্ট্রাল রোডের বাসিন্দা সৈয়দ হাসান ইমাম (৮০)। রাশিদা বেগম করোনায় আক্রান্ত হয়ে ১৮ এপ্রিল এবং সৈয়দ হাসান ইমাম ১৭ এপ্রিল ভর্তি হয়েছিলেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ২৩ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগের করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে ১০ জেলার মধ্যে খুলনা জেলা রয়েছে শীর্ষে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে শনাক্ত ৩০ হাজার ২০২ জনের মধ্যে খুলনা জেলাতেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন, মারা গেছেন ১৩৯ জন।

বিভাগের অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৯ জন, মারা গেছেন ৩১ জন। সাতক্ষীরা জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৫ জন, মারা গেছেন ৪০ জন। যশোর জেলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৯ জন, মারা গেছেন ৬৮ জন। নড়াইল জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫০ জন, মারা গেছেন ২২ জন। মাগুরা জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৪ জন, মারা গেছেন ২৩ জন। ঝিনাইদহ জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৩ জন, মারা গেছেন ৫০ জন। কুষ্টিয়া জেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২১ জন, মারা গেছেন ১০৩ জন। চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন, মারা গেছেন ৪৯ জন।

সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন, মারা গেছেন ১৭ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, করোনায় সংক্রমণ দিন দিন বাড়ছে। মানুষকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।






Related News

  • কুমিল্লায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত নাসির বিড়িসহ বিড়ি তৈরির উপকরণ জব্দ
  • রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
  • মাগুরায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৩
  • বিড়ি শিল্পে ট্যাক্স প্রত্যাহারসহ চার দাবিতে রংপুর শ্রমিকদের মানববন্ধন
  • বজ্রপাতে মাগুরায় দুজন নিহত
  • বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত
  • পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • %d bloggers like this: