যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল আর নেই

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মার্কিন সংবাদমাধ্যম সোমবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।

তার পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মন্ডেলের মৃত্যুর কারণ জানানো হয়নি।

মন্ডেল ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

এক বিবৃতিতে কার্টার বলেন, ‘আমার প্রিয় বন্ধু ওয়াল্টার মন্ডেলের মৃত্যুতে আজ আমি শোক প্রকাশ করছি। আমাদের দেশের ইতিহাসে তিনি আমার বিবেচনায় শ্রেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।’

‘তিনি ছিলেন একজন অমূল্য অংশীদার এবং মিনেসোটা, যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাসীর জন্য একজন গুণী সেবক।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে মন্ডেল ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তার নিজ রাজ্য মিনেসোটার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৬৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এ রাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

কার্টার ক্ষমতা ছেড়ে দেয়ার পর মন্ডেল ১৯৯৩ ও ১৯৯৬ সালের মধ্যবর্তী সময় জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।






Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: