এই প্রথম ১২ জিবি র‌্যামের ফোন আইফোন আনছে অ্যাপল

অ্যাপলের আগামী প্রজন্মের স্মার্টফোন সিরিজ আইফোন ১৭ নিয়ে বাজারে তুমুল জল্পনা শুরু হয়েছে। একটি নামকরা ডেটা অ্যানালিটিক্স ফার্মের রিপোর্টে দাবি করা হয়েছে, আইফোন ১৬ সিরিজের তুলনায় নতুন সিরিজের শিপমেন্ট ৩.৫% বৃদ্ধি পাবে। এই তথ্যের সঙ্গে ফাঁস হয়েছে আইফোন ১৭ সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম। সবচেয়ে বড় খবর হল—এই সিরিজের কয়েকটি মডেলই হবে প্রথম আইফোন, যেখানে ১২জিবি র‍্যাম দেওয়া হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেলে কী থাকছে।

আইফোন ১৭: শক্তিশালী চিপসেটসহ বেস মডেল
আইফোন ১৭ বেস ভ্যারিয়েন্টে থাকবে ৬.২ ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলিড অন-সেল ডিসপ্লে, যার সঙ্গে মিলবে এলটিপিও ১২০ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে এ১৯ চিপসেট, যা তৈরি হবে টিএসএমসি-এর ৩ ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে। মেমোরির ক্ষেত্রে পাওয়া যাবে ৮জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম। স্টোরেজ অপশনে থাকবে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্ট।

আইফোন ১৭ এয়ার: নতুন হালকা ডিজাইনের সংযোজন
এই সিরিজে প্রথমবার যুক্ত হতে চলেছে আইফোন ১৭ এয়ার, যা সম্ভবত একটি হালকা এবং স্লিম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বাজারে আসবে। এতে থাকবে বড় ৬.৬ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে এলটিপিও ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ। শক্তি জোগাবে এ১৯ প্রসেসর এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এতে দেওয়া হবে ১২ জিবি র‍্যাম। স্টোরেজ অপশন শুরু হবে ২৫৬ জিবি থেকে, যা ৫১২ জিবি এবং ১ টিবি পর্যন্ত যাবে।

আইফোন ১৭ প্রো: উন্নত পারফরম্যান্স
প্রো মডেলটিতে একই ৬.২ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে থাকলেও এর মধ্যে ব্যবহৃত হবে আরও উন্নত এ১৯ প্রো চিপসেট। মেমোরিতে থাকছে ১২ জিবি র‍্যাম এবং স্টোরেজ অপশন হবে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি।

আইফোন ১৭ প্রো ম্যাক্স: সিরিজের শীর্ষ ভ্যারিয়েন্ট
লাইনআপের সবচেয়ে প্রিমিয়াম ডিভাইস হবে আইফোন ১৭ প্রো ম্যাক্স। এতে থাকবে বিশাল ৬.৮ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে, সঙ্গে এলটিপিও ১২০ হার্জ রিফ্রেশ রেট। প্রসেসরের দিক থেকে এটি আইফোন ১৭ প্রোর মতোই এ১৯ প্রো চিপসেট এবং ১২ জিবি র‍্যাম নিয়ে আসবে। স্টোরেজ অপশনে থাকবে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি।

রিপোর্টে ক্যামেরা, ব্যাটারি কিংবা চার্জিং টেকনোলজি নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৭ এয়ার-এ কিছুটা ক্যামেরা কোয়ালিটি ও ব্যাটারি ব্যাকআপে পরিবর্তন আসতে পারে, যাতে ফোনটি হালকা রাখা যায়।

সব মিলিয়ে আইফোন ১৭ সিরিজ হতে চলেছে অ্যাপলের জন্য একটি গেম-চেঞ্জার। বিশেষ করে প্রথমবারের মতো ১২ জিবি র‍্যাম যুক্ত হওয়া আইফোনপ্রেমীদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে। দাম প্রিমিয়াম হলেও এর পারফরম্যান্স ও ফিচার একে আরও বেশি জনপ্রিয় করবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এই সস্তার ফোনে পাবেন ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি
  • বিভিন্ন দেশে গুগলের পরিষেবা বন্ধ
  • হ্যাকারদের হানায় বিপদের মুখে কয়েক কোটি জিমেইল ব্যবহারকারী
  • মোবাইল ফোন কে আবিষ্কার করেন
  • সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!
  • ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা
  • টেকনো স্পার্ক ৪০ সিরিজ: দেশের বাজারে টেকনোর নতুন ফোন
  • Copy link
    URL has been copied successfully!