৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকায়ও খসড়ার মতো গাজীপুরের একটি আসন বৃদ্ধি করা হয়েছে এবং বাগেরহাটের একটি আসন কম রাখা হয়েছে। এ সীমানায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী- এবার ৩০০টি আসনের মধ্যে ৪৭টি আসনে রদবদল আনা হয়েছে। খসড়া তালিকায় ৩৯টি আসনে ছোটখাটো রদবদল আনা হয়েছিল।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১ এর ধারা ৬ এবং ধারা ৮ এর অধীন জাতীয় সংসদের পুনঃ নির্ধারিত নির্বাচনি এলাকাগুলোর প্রাথমিক তালিকা গত ৩০ জুলাই প্রকাশিত হয়। উক্ত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩ এর অধীন পুনঃনির্ধারিত নির্বাচনী এলাকার বিষয়ে দাবি আপত্তি/সুপারিশ এবং মতামত আহ্বান করা হয়।

এতে আরও বলা হয়, প্রাপ্ত দাবি/আপত্তি/সুপারিশ/মতামতের ওপর কমিশন কর্তৃক প্রকাশ্য শুনানি গ্রহণ করা হয়। এসব দাবি/আপত্তি/সুপারিশ মতামত সমলিত দরখাস্তগুলো তথ্যাবলি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

এর আগে গত ৩০ জুলাই দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়।

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। সে পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া যায়। পরে ২৪-২৭ অগাস্ট টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি শেষ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
  • জামায়াত নেতা ডা. তাহের হাসপাতালে
  • বিএনপির কন্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি: গোলাম পরওয়ার
  • পাঁচ দিনে দেশে তিন ভয়াবহ আগুন
  • জুলাই সনদের আইনি ভিত্তি দ্রুত নিশ্চিত করার আহ্বান ডা. তাহেরের
  • জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কি না, অপেক্ষা করতে বললেন ফখরুল
  • শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
  • নির্বাচন অবাধ করতে জার্মানির সার্বিক সহায়তা কামনা
  • Copy link
    URL has been copied successfully!