আগামী ৩০ জানুয়ারী সল্ট লেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ সাংবাদিক সম্মেলনে বই মেলা সংগঠকদের পক্ষ থেকে জানানো হল এই কথা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ টি লাতিন আমেরিকার দেশ ছাড়াও ব্রিটেন , আমেরিকা ,রাশিয়া ,চিন , জাপান , ভিয়েতনাম সহ বাংলাদেশ এই মেলায় অংশগ্রহণ করবে।৪৩ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি হিসাবে ঘোষিত হল গুয়াতেমালার নাম।
বই মেলার উদ্যোক্তা পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের জেনারেল সেক্রেটারি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান এই প্রথমবারের জন্য ইরান অংশ নিচ্ছে এই মেলায়। তিনি আরও জানান এবারের মেলা শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারী। পাকিস্তান থেকে কতিপয় প্রকাশক যোগ দেবেন এমন প্রত্যাশাও করা হচ্ছে।
শ্রী চ্যাটার্জী বলেন –‘ পাকিস্তানের কিছু প্রকাশক আমাদের এই মেলায় অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন , সময়মতো ভিসা পেলে তারাও যোগ দেবেন। ‘
মিডিয়া কনফারেন্সে হাজির ছিলেন ভারতে গুয়াতেমালার রাষ্ট্রদূত জিওভান্নি কাস্তিলো , তিনি থিম কান্ট্রির লোগো উন্মোচন করেন যেখানে লেখা আছে — ‘ দ্য হার্ট অফ দ্য মায়ান ওয়ার্ল্ড —গুয়াতেমালা। ‘ মায়া সভ্যতা সম্পর্কিত ছবি ও বই প্রদর্শিত হবে। গুয়াতেমালার একজন শেফও এবারের বইমেলায় হাজির থেকে এই দেশের নানা খাবার দাবার উপস্থাপিত করবেন উপস্থিত জনের সামনে।
দিল্লি , হরিয়ানা , পাঞ্জাব ,তামিলনাড়ু ,কর্ণাটক ,গুজরাত থেকেও প্রকাশকরা অংশ নেবেন। আগের বার মেলায় আসেন ২.২ মিলিয়ন মানুষ এবং ২২ কোটি টাকার বই বিক্রি হয়। ইতিমধ্যে ষষ্ঠ কলকাতা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারী। উপস্থিত থাকবেন লেখক , পরিচালক ,ঐতিহাসিক ,থিয়েটার ব্যক্তিত্বরা।
Add Comment