বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৯৫ সহস্রাধিক

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ছয়শ ৪১ জন এবং মারা গেছে ২৭ লাখ ৯৫ হাজার আটশ ৭২ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ২৯ লাখ ৪৬ হাজার আটশ ২১ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২০ লাখ ১৯ হাজার নয়শ ৪৮ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৩ হাজার ছয়শ ১৫ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৯ লাখ ৬২ হাজার আটশ তিন জন এবং মারা গেছে পাঁচ লাখ ৬২ হাজার পাঁচশ ২৬ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২০ লাখ ৩৯ হাজার দু’শ ১০ এবং মারা গেছে এক লাখ ৬১ হাজার আটশ ৮১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ২৫ লাখ ৩৪ হাজার ছয়শ ৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ১২ হাজার দু’শ ৯৯ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার।






Related News

  • ঈদ উপলক্ষে ২ হাজার বন্দীকে মুক্তি দিলেন মরক্কোর রাজা
  • ভারতে বাস খাদে পড়ে নিহত ১২, আহত ১৪
  • পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রথম সাক্ষী হলো মেক্সিকো
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প
  • নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
  • আরব বিশ্ব ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত: বাইডেন
  • ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাস
  • %d bloggers like this: