লাইফ সাপোর্টে শাহীন আলম

লাইফ সাপোর্টে ঢাকাই সিনেমায় অপরিহার্য চিত্রনায়ক শাহিন আলম। তার কিডনিজনিত অসুখ মারাত্বক আকার ধারণ করেছে। বেশ কয়েক বছর ধরেই তিনি ভুগছেন। চিকিৎসাও নিচ্ছেন নিয়মিত। সম্প্রতি তার শরীর হঠাৎ বেশি খারাপ হলে গত সপ্তাহে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নায়কের একমাত্র ছেলে ফাহিম নূর আলম।

তিনি বলেন, ‘গত সোমবার তার হালকা জ্বর আসে। এরপর হাসপাতালে ভর্তি করানো হয়। ডাডায়ালাইসিসও করানো হয়। কিন্তু গেল শনিবার রাতে বাবার অবস্থা খারাপ হয়ে পড়লে দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।’

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাহিন আলম। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গেও কাজ করেছেন এই চিত্রনায়ক। দুই বাংলায় প্রশংসিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।

শাহিন আলম ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা, বাঘের বাচ্চা, বিদ্রোহী সালাউদ্দিনসহ বহু সিনেমায় অভিনয় করেছেন।






Related News

  • ‘মিস ওয়ার্ল্ড’ মুকুট জিতলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা
  • একদিনের ব্যবধানে দুই অভিনেত্রী বোনের মৃত্যু!
  • বিচ্ছেদের পরেও একসঙ্গে শুটিং করেছিলেন সালমান-ক্যাটরিনা
  • সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী
  • দাদাসাহেব ফালকে’র পেলেন যারা
  • দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা শাহরুখ
  • অভিনেত্রী কবিতা চৌধুরী মারা গেছেন
  • ঢাকা মাতাবেন বাদশাহ
  • %d bloggers like this: