করোনায় মৃত্যুর নতুন রেকর্ড গড়লো ব্রাজিল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ক্রমেই ভয়াবহ রূপ ধারন করছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই দেশটিতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় এবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে দেশটি।

শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৭৫১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১০ হাজার ২২২ জন।

সমগ্র লাতিন আমেরিকা অঞ্চলের মধ্যে ব্রাজিলের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আর ব্রাজিলের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতি দেশটির অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল সাও পাওলোতে। সেখানে মোট ৪১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৬ জনের।

দেশটির অতিগুরুত্বপূর্ণ এ অঞ্চলটিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় চলতি মে মাসের শেষ পর্যন্ত লকডাউন বর্ধিত করেছে সাও পাওলোর স্থানীয় প্রশাসন।

তবে এ পদক্ষেপের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো। তিনি বলেছেন, এ পদক্ষেপের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারে সর্বশেষ তথ্যানুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৯৯২ জন। এছাড়া সুস্থ হয়েছে উঠেছেন ৫৯ হাজার ২৯৭ জন।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: