প্রেসিডেন্ট বাইডেনের বেতন কত?

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেতন নির্ধারণ করা হয়েছে। বছরে ৪ লাখ ডলার হিসাবে তিনি প্রতিমাসে বেতন পাবেন ৩৩ হাজার ৩৩৩ ডলার।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একজন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালীন নির্দিষ্ট অংকের বেতন পাওয়ার নিয়ম আছে। দেশটির রাষ্ট্রীয় বিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪ লাখ ডলার (৩ কোটি ৯০ লাখ) পান। বাইডেনও সেই একই স্কেলে বেতন পেতে যাচ্ছেন।

এছাড়াও প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৫০ হাজার ডলার (৪০ লাখ টাকা), বেড়ানোর জন্য ১ লাখ ডলার (৮০ লাখ টাকা) এবং বিনোদন ভাতা হিসেবে ১৯ হাজার মার্কিন ডলার (১৬ লাখ টাকা) পান একজন মার্কিন প্রেসিডেন্ট।

দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অংকের বেতন পান। সার্বক্ষণিক নিরাপত্তা, স্বাস্থ্যবিমার মতো কিছু সুবিধা অব্যাহত থাকে।

তবে প্রেসিডেন্ট ও তার পরিবারের সাজসজ্জার জন্য আলাদা করে কোনো অর্থ বরাদ্দ থাকে না। কোনো ডিজাইনার যদি পোশাক উপহার দিতে চান, সাধারণত তা গ্রহণ করার নিয়ম নেই। প্রেসিডেন্ট যদি উপহার গ্রহণ করেনও, একবার পরার পরই সেটি জাতীয় সংগ্রহশালায় জমা দিয়ে দিতে হয়।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: