১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথম লাল কার্ড মেসির!

১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটিই হলো বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এই প্রথম ক্লাব ক্যারিয়ারে লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ম্যাচের ফলাফল তখন প্রায় নিশ্চিত, ২-৩ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনার পক্ষে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই ছিল। এমতাবস্থায় নজিরবিহীন কাণ্ড ঘটালেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলার ভিয়ালারবিয়া শুরুতে একবার ধাক্কা দেন তাকে। এরপর দৌড়াতে গেলে আবারো তাকে ধাক্কা দেন ভিয়ালারবিয়া। রাগ সামলাতে না পেরে থাপ্পড় মেরেই এগিয়ে যান মেসি।

শুরুতে রেফারি বিষয়টি খেয়াল না করলেও, পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর এর সাহায্য নিয়ে লালকার্ড দেখান ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।

বার্সেলোনায় ১৭ বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ৭৫৪ টি ম্যাচ খেললেন লিও। এবারই প্রথম লাল কার্ড দেখতে হল তাকে।

মেসির লাল কার্ড দেখা ছিল বার্সেলোনার কফিনে শেষ পেরেক। এর আগেই তাদের শিরোপাস্বপ্ন শেষ করে দিয়েছিল অ্যাথলেটিকো বিলবাও। মূল ম্যাচের ৯০ মিনিটের পর অতিরিক্ত দেয়া ৩০ মিনিটে নিজেদের জয় নিশ্চিত করে রেখেছিল বিলবাও। দুই বছরের মধ্যে প্রথমবার শিরোপার খুব কাছে গিয়েও রিক্ত হস্তে ফিরতে হয়েছে মেসি-গ্রিজম্যানদের।

রবিবার রাতে সেভিয়ার মাঠে স্প্যানিশ সুপার কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো বিলবাও। যেখানে স্বাভাবিকভাবেই ফেবারিট ছিল বার্সেলোনা। তার ওপর দুই দলের সবশেষ লড়াইয়েও বার্সার ছিল ৩-২ গোলের সুখস্মৃতি। কিন্তু এবার শিরোপা নির্ধারণী ম্যাচে বদলে গেল সকল হিসেবনিকেশ।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • ব্রাজিলের বিপক্ষে স্পেনের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • %d bloggers like this: