জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লিংকন

আহসান হাবীব লিংকনকে জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নির্বাচিত করা হয়েছে। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের খিলগাঁওস্থ কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় লিংকনকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়।

রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আজ সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের খিলগাঁওস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। সভা পরিচালনা করেন যুগ্ম মহাসচিব এ এস এম শামীম।

সভায় সর্ব সম্মতিক্রমে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আহসান হাবীব লিংকনকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে করোনা মহামারীজনিত সামগ্রিক ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় কাজী জাফর আহমদ, ড. টি.আই.এম. ফজলে রাব্বী চৌধুরী, আনোয়ারা বেগম, খালেকুজ্জামান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আহসান হাবীব লিংকনসহ সভায় উপস্থিত ছিলেন নওয়াব আলী আব্বাস খান, মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মো. সফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ সেলিম মাস্টার, হান্নান আহমেদ খান বাবলু, কাজী মো. নজরুল, মো. মহসিন সরকার, মো. শরিফ মিয়া, কাজী মো. ইকবাল, মো. নুরুজ্জামান প্রমুখ।






Related News

  • ভোটে বাধা দিলেই প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের
  • স্মার্ট সোনার বাংলা গড়ার সুযোগ চাই: শেখ হাসিনা
  • সন্ত্রাস-হত্যাকাণ্ড দিয়ে মানুষের মন জয় করা যায় না: প্রধানমন্ত্রী
  • জ্বালাও-পোড়াওকারীদের ‘না’ বলুন : প্রধানমন্ত্রী
  • নাশকতাকারীদের কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী
  • কুমিল্লার মেয়র রিফাত আর নেই
  • জি এম কাদের জাতীয় পার্টি দখল করেছেন: রওশন এরশাদ
  • হামলা করলে মামলা হবেই: ওবায়দুল কাদের
  • %d bloggers like this: