পৌরসভা নির্বাচন : আ.লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হবে আজ

দেশের ২৫টি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঠিক করতে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে সংশ্নিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

২৫টি পৌরসভা নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জন। গতকাল শুক্রবার শেষ হওয়া দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমে এই সংখ্যক প্রার্থী ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

গত মঙ্গলবার থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার এই কার্যক্রম শুরু হয়েছিল। চার দিনের এই কার্যক্রম গতকাল শুক্রবার শেষ হয়। প্রথম তিন দিনে ৩৩ এবং গতকাল শেষ দিনে আরও ৭২ মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।






Related News

  • ভোটে বাধা দিলেই প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের
  • স্মার্ট সোনার বাংলা গড়ার সুযোগ চাই: শেখ হাসিনা
  • সন্ত্রাস-হত্যাকাণ্ড দিয়ে মানুষের মন জয় করা যায় না: প্রধানমন্ত্রী
  • জ্বালাও-পোড়াওকারীদের ‘না’ বলুন : প্রধানমন্ত্রী
  • নাশকতাকারীদের কোনো ক্ষমা নেই : প্রধানমন্ত্রী
  • কুমিল্লার মেয়র রিফাত আর নেই
  • জি এম কাদের জাতীয় পার্টি দখল করেছেন: রওশন এরশাদ
  • হামলা করলে মামলা হবেই: ওবায়দুল কাদের
  • %d bloggers like this: