কিংবদন্তি ফুটবলার বাদল রায় আর নেই

না ফেরার দেশে চলে গেলেন আশির দশকের মাঠ মাতানো কিংবদন্তি ফুটবলার বাদল রায়। রোববার বিকেলে রাজধানী ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ বাদল রায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। মোহামেডানের হয়ে খেলে খ্যতি অর্জন করেন দেশের ফুটবলের অন্যতম এ তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বাদল রায় ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে আজগর আলী হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে পরীক্ষার পর তার লিভার ক্যান্সার শনাক্ত হয়।

এরপর ডাক্তাররা তাকে বাসায় নিয়ে যেতে বললে পরিবারের সদস্যরা স্কয়ার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বাবিদ্যালয়ে নিয়ে আসেন। সেখান থেকে ডায়ালাইসিস করাতে নেয়া হয়েছিল ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যালে। কিন্তু সেখানে তিনি মারা যান।

১৯৭৭ সালে মোহামেডানের জার্সিতে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল বাদল রায়ের। বাংলাদেশের অন্যতম ফুটবলার বাদল রায় যিনি ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন মোহামেডানে। পরবর্তীতে ওই ক্লাবের কর্মকর্তাও হয়েছিলেন বাদল রায়। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক, সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব, সহসভাপতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাদল রায়।






Related News

  • ব্রাজিলের বিপক্ষে স্পেনের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • %d bloggers like this: