স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। তিনি আজ রোববার (২৫ অক্টোবর) সকালে মারা যান। তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানা যায়নি।

স্যামসং কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্যামসাং এক বিবৃতিতে জানায়, ‌‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি আর নেই। ২৫ অক্টোবর তিনি মারা যান। এ সময় তার পাশে পরিবারসহ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি উপস্থিত ছিলেন।’

জানা গেছে, ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর থেকেই তিনি আর বাইরে বের হতেন না। যে কারণে তার ঘনিষ্ঠজন ছাড়া তার শারীরিক অবস্থার কোনো খবর কেউ জানতো না।

স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লি বাইউং-চুলের মৃত্যুর পর ১৯৮৭ সালে লি কুন হি চেয়ারম্যান হিসেবে স্যামসাংয়ের হাল ধরেন। তার হাত ধরেই স্যামসাং মোবাইল বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।






Related News

  • ব্লুটুথ ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন
  • ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
  • ফেসবুক পেজ জনপ্রিয় করার ১০ টিপস
  • ফ্রিতে ‘এক্স’র প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
  • ২ কোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল গুগল
  • স্মার্টফোনে জায়গা খালি করবেন যেভাবে
  • যেসব পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
  • ইনস্টাগ্রামে আপত্তিকর কমেন্টস হাইড করার উপায় জানুন
  • %d bloggers like this: