ভারতের তেলঙ্গানা রাজ্যের জাগতিয়াল জেলায় মঙ্গলবার তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে ছয় শিশু সহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির। দুর্ঘটনায় আহতদের জাগতিয়াল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মুমূর্ষুদের উন্নত চিকিৎসার জন্য হায়দারাবাদ এবং কারিমনগর শহরের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটিতে তীর্থযাত্রী সহ মোট ৭০ জন যাত্রী বহন করছিল এবং শানিভারাপেত এলাকায় পোঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ওই বাসে ৪০ জন যাত্রী ছিল যারা হায়দারাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরের একটি মন্দির থেকে তীর্থযাত্রা করে ফিরছিল।
এ শারাত নামে জাগতিয়াল জেলার সরকারি এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানান, দুর্ঘটনাটি সকাল ১১টা৪৫ মিনিটে ঘটে। তেলেঙ্গানার অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর দুর্ঘটনায় কবলিত পরিবারকে ৫ লক্ষ রুপি আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
Add Comment