মেসি আসছেন, রেকর্ডের পথে টিকিট বিক্রি

মহাতারকা লিওনেল মেসি যেখানে যাবেন, সেখানে দর্শকের উপচে পড়া ভিড় না দেখা গেলেই বরং অস্বাভাবিক ঠেকবে। এলএম টেনকে একনজর দেখতে মাঠে যাওয়ার জন্য হুহু করে বেড়ে যায় টিকিটের চাহিদা। উচ্চমূল্য দিয়েও কিনতে কার্পণ্য করেন না অনেকে। মেসিকে ঘিরে এবার মেজর লিগ সকারের একটি ম্যাচ ফুটবল তো বটেই, যেকোনো খেলারই দর্শক উপস্থিতির রেকর্ড গড়ার অপেক্ষায়।

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের ম্যাসাচুসেটস রাজ্যে নিউ ইংল্যান্ডের ঘরের মাঠ জিলেট স্টেডিয়ামে খেলবে ইন্টার মিয়ামি। ২৮ এপ্রিল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় স্বাগতিকদের বিপক্ষে খেলা শুরু মেসিদের।

ম্যাচ গ্যালারিতে বসে উপভোগের জন্য ৬০ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। নিউ ইংল্যান্ড বুধবার এমন ঘোষণা দেয়ার সময় জানায়, আরও পাঁচ হাজার টিকিট বিক্রি বাকি রয়েছে। যেকোনো সময় এগুলো বিক্রি হয়ে যেতে পারে। এমন ঘটলেই হবে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।

২০০২ সালে এমএলএস কাপে নিউ ইংল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ম্যাচে ৬১ হাজার ৩১৬ জন দর্শক মাঠে এসে খেলা দেখেছিলেন। ২০১৫ সালে এমএলএসের এক মৌসুমে গড়ে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪২ হাজার ৯৪৭ জন দর্শক জিলেট স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দেখতে এসেছিল। আগামী ২৮ এপ্রিল নিউ ইংল্যান্ডের বিপক্ষে মেসির মিয়ামির ম্যাচে আগের সব রেকর্ড ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

মেসিকে দেখতে ভক্তরা টিকিটের জন্য কাড়াকাড়ি করলেও মহাতারকা আসলেই উপস্থিত থাকবেন কিনা সেটিও দেখার বিষয়। আটবারের ব্যালন ডি’অর জয়ী হ্যামস্ট্রিং চোটের কারণে মিয়ামির শেষ দুটি ম্যাচ মিস করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও আর্জেন্টিনা জার্সিতে খেলতে পারেননি।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • %d bloggers like this: