ইনস্টাগ্রামে আপত্তিকর কমেন্টস হাইড করার উপায় জানুন

মেটার মালিকানাধীন জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই মাধ্যমটিতে প্রতিদিন অসংখ্য ছবি শেয়ার করা হয়। এসব ছবিতে নানা ধরনের কমেন্টস বা মন্তব্য জুড়ে দেন ফ্যান, ফলোয়াররা। যার সবগুলো ছবি আপলোডকারীর পছন্দও হয় না। ফলে এসব কমেন্টস হাইড করার প্রয়োজন হয়। এই অ্যাপেই কমেন্ট হাইড করার (লুকিয়ে ফেলার) ফিচার রয়েছে।

এই ফিচার কীভাবে কাজ করে?

এই হাইড ফিচারের (Hide Feature) সাহায্য আপনি যে কোনও কমেন্টকে লুকিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার পোস্টে যদি কেউ এমন কমেন্ট করে থাকে, যা আপনার একেবারেই পছন্দ হচ্ছে না। আর আপনি এটাও চাইছেন না, যে সেই কমেন্ট অন্য কেউ পড়ুক। তাহলে আপনি এই ফিচার কাজে লাগাতে পারেন। লুকিয়ে ফেলার সঙ্গে সঙ্গে সেই খারাপ কমেন্ট আর কেউ দেখতে পাবে না।

কীভাবে ইনস্টাগ্রামে আপত্তিকর কমেন্ট বন্ধ করবেন?

১. প্রথমত, Instagram অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইলে যান।

২. এর পরে উপরের ডানদিকে কোণায় তিনটি লাইনে ক্লিক করুন।

৩. এখানে Settings and Privacy-এ ক্লিক করুন।

৪. এরপর স্ক্রিনের নিচে স্ক্রল করুন এবং Hidden Words অপশনে ক্লিক করুন।

৫. এবার Continue-এ ক্লিক করতে হবে।

৬. এখানে Managae custom words and phrases অপশনটিতে ক্লিক করুন।

৭. এখানে সেই সমস্ত শব্দ লিখুন, যা আপনার কাছে নেতিবাচক এবং আপত্তিকর বলে মনে হয়।

৮. আপনি এগুলির মধ্যে ইমোজিও রাখতে পারেন।

৯. এরপরে হাইড কমেন্ট টগল বন্ধ করুন।

১০. এরপরে সমস্ত নেতিবাচক এবং আপত্তিকর মন্তব্যগুলো ইনস্টাগ্রামে লুকিয়ে রাখা হবে।






Related News

  • ব্লুটুথ ব্যবহারে যেসব বিষয়ে সতর্ক না হলে বিপদে পড়বেন
  • ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
  • ফেসবুক পেজ জনপ্রিয় করার ১০ টিপস
  • ফ্রিতে ‘এক্স’র প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
  • ২ কোটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল গুগল
  • স্মার্টফোনে জায়গা খালি করবেন যেভাবে
  • যেসব পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ
  • %d bloggers like this: