ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন মুশফিক

ইউনিসেফের নতুন জাতীয় শুভেচ্ছাদূত হলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার এখন দেশব্যাপী শিশু অধিকার নিয়ে কাজ করবেন। ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মুশফিক শিশুদের অধিকার এবং যুব সমাজকে প্রভাবিত বিষয়গুলির নিয়ে সচেতনতা বাড়াতে সহায়তা করবেন। এর মধ্যে থাকছে শিক্ষার অধিকার, দারিদ্র্য ও বৈষম্যের প্রভাব, সহিংসতা, নির্যাতন এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য শিশুদের প্রয়োজনীয়তা।

মুশফিক এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের শিশু অধিকারে উন্নতি আনতে আমি মানুষকে উৎসাহিত করবো। ইউনিসেফের সাথে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত। ’

তিনি আরও বলেন,‘আমি আশাকরি আপনারা আমাদের সাথে যোগ দেবেন, সকল শিশুর জন্য একটি সুন্দর জীবন গড়ে তোলার এই যাত্রায়। আসুন সকল শিশুর জন্য উপযুক্ত একটি বাংলাদেশ সৃষ্টি করি। ’

টাইগার ক্রিকেটারদের মধ্যে মুশফিক ছাড়াও সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। শিশুদের উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সংস্থাটি।






Related News

  • পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি
  • সীমান্তে উত্তেজনা: বন্ধ হচ্ছে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল
  • দ্বিতীয় দিনের বয়ান চলছে বিশ্ব ইজতেমায়
  • আবারও স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী
  • সংসদের শুরুর দিনে ‘কালো পতাকা’ মিছিল করবে বিএনপি
  • পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা
  • ডিসেম্বরে সড়কে নিহত ৫১২, মোটরসাইকেলেই ৪১ শতাংশ
  • শৈত্যপ্রবাহ আরো দুই দিন থাকতে পারে
  • %d bloggers like this: