বেনফিকাকে বিদায় করে শেষ চারে ইন্টার মিলান

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ইন্টার মিলান। বেনেফিকাকে দুই লেগ মিলিয়ে ৫-৩ বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। বলা যায়, প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার সুফল পেয়েছে ইন্টার, অন্যথায় বৃহস্পতিবার ম্যাচে সমানে সমান লড়েছিল দুই দল। ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়।

ম্যাচে ১৪ মিনিটেই এগিয়ে যায় ইন্টার, গোল করেন বারেল্লা। লাওতারো মার্তিনেজের সঙ্গে বল দেয়া-নেয়া করে বেনফিকার ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি। ৩৮ মিনিটেই সমতায় ফেরে বেনফিকা। ফ্রেডরিক অর্সনেস বল জালে পাঠান হেড করে। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর গোলের দেখা পান লাওতারো মার্তিনেজ। ৬৫ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন তিনি। পরের গোলটি আসে তারই বদলি হিসেবে নামা আরেক আর্জেন্টাইন জোয়াকিন কোরেয়ার পা থেকে। ৭৮তম মিনিট পর দলকে গোল এনে দেন কোরেয়াও। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান।

৫-১ ব্যবধানে পিছিয়ে থেকে হাল ছাড়েনি বেনফিকা। প্রায় নিশ্চিত হার থেকেও লড়াই করে তারা। এই সুবাদে আরো দুটো গোলও তুলে নেয়; ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা দ্বিতীয় গোল এনে দেয়ার পর ৯৫ মিনিটে আরেকটি গোল করেন পিটার মুসা। বিদায়ের আগে দ্বিতীয় লেগে ৩-৩ সমতার সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়ে তারা।

এদিকে সেরা চারে ফাইনালে উঠার লড়াইয়ে ইন্টার মিলানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। ফলে ফুটবল সমর্থকরা আরো একটা জমজমাট মিলান ডার্বির অপেক্ষায়।






Related News

  • ড্র করেও কোয়ার্টার ফাইনালে রিয়াল
  • ফুটবলের অস্কারের জন্য মনোনয়ন পেলেন মেসি
  • লেভান্ডভস্কির ‘ফিফটি’তে নাটকীয় জয় বার্সার
  • মোহামেডানে আসছেন জার্মান হকি কোচ
  • চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ রিয়ালের
  • তাওহিদের দানবীয় সেঞ্চুরিতে জিতল কুমিল্লা
  • ওয়ার্নারের শততম ম্যাচ জয়ে রাঙাল অস্ট্রেলিয়া
  • পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন
  • %d bloggers like this: