ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা

পাসপোর্টে ডলার এনডোরসমেন্টের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকের ব্যয় করা ডলারের পরিমাণ অনলাইনে যাচাই করে পাসপোর্টে এনডোর্স করতে হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইওডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোরসমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসি এমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোরস করতে হবে।

এছাড়া পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই নির্দেশনা শিগগিরই কার্যকর হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী একটি পাসপোর্টের বিপরীতে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করা যায়। নির্ধারিত পরিমাণের বেশি ডলার এনডোরসমেন্ট করার সুযোগ বন্ধে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।



« (পূর্ববর্তী সংবাদ ..)



Related News

  • বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের
  • মাসে এলসি ৫শ কোটি ডলারের নিচে
  • চলতি বছরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
  • সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানি করবে সরকার
  • ৪ পণ্যে শুল্ক কমাতে বললেন প্রধানমন্ত্রী
  • গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া দ্বিগুণ করল তিতাস
  • ‘ইচ্ছে মতো টাকা ছাপিয়ে সরকারকে দেয়ার কারণে বড় চাপ তৈরি হয়েছে’
  • বাংলাদেশসহ ৩১ দেশকে রুশ মুদ্রায় লেনদেনের অনুমতি
  • %d bloggers like this: