বাড়ছে করোনার সংক্রমণ, আংশিক লকডাউন দিচ্ছে ব্রিটেন

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আংশিক লকডাউনের পথে হাঁটছে ব্রিটেন। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকে মানুষজনকে আবারও হোম অফিসের আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া বার ও রেস্টুরেন্ট চালু রাখার সময়সীমাও কমিয়ে আনা হবে। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যজুড়ে কমবেশ বিধিনিষেধ বলবৎ রয়েছে। তবে ইংল্যান্ডে বিধিনিষেধ কঠোর করবেন জনসন। তবে মার্চে পুরোপুরি লকডাউন করা হলেও এবার আংশিক লকডাউন করা হবে। জনসনের অফিস এবং মন্ত্রীদের সূত্রে এমনটা জানা গেছে।

লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর পার্লামেন্টে ও পরে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন জনসন। দ্রুত পদক্ষেপ নেয়া না হলে মৃত্যুর হার বাড়তে পারে বিজ্ঞানীদের এমন সতর্কতার পর ব্রিটিশ সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে।

এর মাত্র কয়েক সপ্তাহ আগে মানুষজনে কাজে ফেরার আহ্বান জানিয়েছিল ব্রিটিশ সরকার। এখন তাদের আবার ঘর থেকে অফিসের ব্যাপারে পরামর্শ দেবেন জনসন। এছাড়া বৃহস্পতিবার থেকে পাব, বার, রেস্টুরেন্ট এবং অন্যান্য আতিথেয়তা স্থল রাত ১০টায় বন্ধ করার নির্দেশ দেবেন তিনি।

ক্যাবিনেট অফিসের মন্ত্রী মাইকেল গোভ স্কাই নিউজকে বলেছেন, কিছু পরিবর্তন আনা হবে। যাদের পক্ষে ঘর থেকে অফিস করা সম্ভব আমরা তাদের এমনটা করতেই উৎসাহ দেবো। তবে এসময় স্কুল চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।






Related News

  • মধ্যপ্রাচ্যে বন্যার আশঙ্কা, রেড অ্যালার্ট জারি
  • মস্কোতে কনসার্টে হামলা: নিহত বেড়ে ১৪৩
  • মস্কোতে কনসার্টে বন্দুকধারীদের হামলা, নিহত ৪০
  • আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১
  • পাকিস্তানের রাজনীতিতে বেনজির কন্যা আসিফা
  • গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট, দায়ী ইসরায়েল : ইইউ
  • ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত ১৫, আহত ৪৭০০
  • মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মমতা
  • %d bloggers like this: